বনিকের মানদন্ড রাজদন্ড হয়েছিল, ইতিহাস সে কথা বলে  
বনিক বুদ্ধি যদি সেবার মান হয়, মানুষ পড়ে যাঁতাকলে  
মানুষের সম্পদে ঘোরায় ছড়ি দল বেঁধে অদ্ভুত সব গোঁয়ার
সেবার ধর্ম খায় গড়াগড়ি, দুর্দশা এখন মানুষের নিত্যকার ।    

মিথ্যা আশ্বাসে ভুলে, নিঃশব্দে মানুষ ডুবছে কালের অতলে      
বনিকের স্বভাবে সেবার স্বপ্ন ! দেখেছে কি কেউ কোন কালে ?
জনগণ অতি সস্তার পণ্য, কোন কালেই ছিল না এর অভাব  
বাঁচা মরা নিজ দায়, মিথ্যাচারই মক্ষম অস্ত্র বনিকের স্বভাব।  

সোনারপুর
২০/৭/২১