ওরে পাগল মন বলছি তোরে শোন
লাগাম ছাড়া কেনরে তুই উড়িস স্বপ্ন বায়ে
বেশতো ছিলি চুপটি করে মেঘের চাদর গায়ে
শরতের আকাশ দেখে ছন্দসুরে উঠিস কেন গেয়ে
আলোর টানে নোঙর তুলে ভিড়বি কোথায় গিয়ে
সত্যি খুঁজে পাবি কি তুই প্রেমের বৃন্দাবন !
ওরে ও লাগাম ছাড়া মন একটি কথা শোন
শিমুলের তুলোর মত ভেসে কোথায় যাস
ঘাসের ডগায় শিশির দেখে মিটবে কি তোর আশ
উথাল পাতাল ভাব সাগরে কষ্টে নিয়ে শ্বাস
শুক্তির বুকে মুক্ত খুঁজে হোস যদি নিরাশ
জীবন নদীর শুখা চরে ভীষণ হবে যাপন।
সোনারপুর
২২/০৯/২০২২