জেনে রেখো হে নারী, সব ঝুট হ্যায়; বছরে মাত্র একটা দিবস তোমার !
শত সহস্র বছরের অন্যায় ঢাকতে সব মনুরাই ঢক্ক নিনাদে করছে তোষন
হয়ত মুখ লুকাতে অথবা আগাম পরিকল্পনার ছকে; প্রতিদিন অধিকার হরণ
অন্তরে ধরে মনুর বাণী; মুখে ছলে শত সহস্র মিথ্যা, সমানাধিকার !
প্রয়োজনে, অস্তিত্ব বাঁচাতে স্তুতি, দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কলুষ নাশিনী, কালী
তারপর, মনু কাসুন্দির মন ভোলানো স্বাদে সবশেষ; অমিত বিক্রমে ছেঁড়ে কলি
মুখোশের কোন জাত হয় না, বর্ণ হয় না, একতরফা নেশায় শুধুই মিথ্যাচার
আগুন জ্বালাও হৃদয়ে, তোষণে নয়, নিজ নিজ শক্তিতে ছিনিয়ে নাও অধিকার
তোষণ কখনো দেয় না সম্মান, শয়তানি চক্রান্তে ভিক্ষার দান; নয় সাম্যের প্রাপ্তি
খোল অবগুণ্ঠন, আলোর স্রোতে জাগাও চেতন, আদিম জড় ভাবনার হোক সমাপ্তি।
অসত্য প্রলাপের দিন হোক শেষ, ভন্ড পাষণ্ডরা; যারা বলে গেছে নারী নরকের দ্বার
জবাব দেবে না ! বলবে না ওরে মূর্খ কোথা পেলি প্রাণ! কোথা পেয়েছিলি আধার
কে তোরে রেখেছিল আগলে চুমে বক্ষে, কোথা পেয়েছিলি জীবনের জন্য প্রথম খাবার
উষ্ণতা মাখানো মমতা, জ্ঞানের প্রথম আলো, চোখ মেলে দুনিয়া দেখার অধিকার
হে নারী; আরো কতকাল লুকিয়ে রাখবে নিজেকে, মাগো পরিচয় দেবে না আপনার !
সোনারপুর
৭/০৩/২১
বিঃ দ্রঃ
বিশ্ব নারী দিবসে সকল নারী মানুষের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এই ক্ষুদ্র নিবেদন। জানি না আরো কতকাল চলবে এমন বৈষম্য।