জীবনের ভুলের খাতায় প্রতি পাতায় হাজার ভুল
কাকে ছাড়ি কাকে রাখি ছড়িয়ে আছে একুল ওকুল  
সংশোধনের সুযোগ নেই, নলে মুখে বেরিয়ে গেলে একবার
ঝেড়ে ফেলা যায় কি দায় ?  চেষ্টা করেও হাজার বার।  

ভন্ডামি আর ছল চাতুরিতে চাকা গড়ায় প্রতিদিন
অধিকারের এটাই দোষ, মানুষ স্বাধীন মত ও স্বাধীন
কে মানছে বলা কথা, প্রতিদিনের সমস্যায় যা অর্থহীন
আমজনতা দিন গুনে যায়, যেন ধৈর্য তাদের সীমাহীন।    

নিরাপত্তার ঘেরা টোপের গুণ, সাধারনের খবর কেবা রাখে  
জন্মেছে যখন খুঁটে খাবে, উপর ওয়ালা রাখবে যাকে
এটা হবে সেটা হবে, সব মানুষেই সুযোগ পাবে
সোনার হরিণ টানবে রথ, সৌভাগ্য সকলের সঙ্গে যাবে।  

কথার যাদু ভেজাল মধু, আসলেই যা ফাঁকা আওয়াজ
বিলির আগেই ঠিক হয়ে যায়, গোপন ঘরের রেওয়াজ  
তবুও আশায় থাকে আমজনতা, ছিঁড়বে হয়ত শিকের দড়ি  
চোখের সামনে আম ছালা সব হাওয়া, পড়ে থাকে খড়ি।    

সোনারপুর
২/০৮/২০২৩