শব্দটায় একটাই মাত্র যুক্তাক্ষর, তবুও মনেহয় অসীম শক্তিশালী
চাইলেও ছিন্ন হয় না শত প্ররোচনায়, প্রলোভনের হয়ে বলি
ক্ষণিকের অযত্নে স্মৃতিভ্রংশ হলেও দেখিনি কুম্ভ হয়েছে খালি
স্থুলতায় বোঝা অসম্ভব, আত্মিক অনুভবের পাতায় অদৃশ্য কালি।
অপ্রকৃতস্থ মানুষে যেমন, প্রকৃতস্থতে ও ভেদ আছে অবিরাম
মানুষ পছন্দে সাজায় কথা কাজের মেলায় ডান বাম
সম্পর্ক; ধর্ম; যাইহোক একই আবেগের বহিঃপ্রকাশ নেই বিরাম
প্রতিমুহূর্তে উপলব্ধির একই ভেলায় তুমিও মানুষ, ইশা-মুশা-রাম।
সৃষ্টির ইতিহাস থাক, আধুনিক জ্ঞানের দরজা যেখানে বন্ধ
যে জ্ঞানের উৎস সন্ধানে অবিরাম চলে বিশ্বমননে দ্বন্দ্ব
আণবিক বা পারমানবিক বিশ্লেষণেও যুগে যুগে অতল অখন্ড
তাতেই হয়ে বলীয়ান মেলালে বিশ্ব, বিলালে ভাতৃভাব আনন্দ।
ফুল ফুটলেই যেমন অলিকূল ঝাঁপায় করতে মধুসুধা পান
চেতনার কলস বয়ে আজো সে পথেই চলে অভিযান
কোন মন্ত্রবলে যুগিয়ে আস্থা, দেখিয়েছিলে পথ সেবাই মহাদান
মানুষের পাশে মানুষই ঈশ্বর; নহে ভিন গ্রহের কোন ভগবান।
সোনারপুর
০৫/০১/২০২৪
বিঃ দ্রঃ
আগামী ১২ই জানুয়ারি বিশ্বপথিক
স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন
স্মরণে।