তারে নেব নেব মনে করি, চলছে তবু বেচা কেনা
ঝাঁপ বন্ধ দরজা খোলা, আসছে সেথায় নানা জনা
ষড় রিপুর এক দোকানি, কাকে রেখে ছাড়ে কাকে
পানে চুনের রঙ তামাশায় নিত্য দেখি মজিয়ে রাখে
আগে যদি একপা বাড়ে, দশে মিলে পিছন টানে
পোশাক বদলের ভাবনা গুলো ভেসে যায় হড়পা বানে
লাভ অলাভের খেরোর খাতায় পাওনা দেনা দিচ্ছে হানা
তারে নেব নেব মনে করি, চলছে তবু বেচা কেনা।
শরীর গেল বুদ্ধি গেল - বিছানা দিল পেতে কোল
থাকলে চেতন আসে মনে বেচা কেনার হট্টগোল
ভবের হাটের শেষ প্রহরে কেঊ এলোনা নিতে দায়
আপ্ত বাক্যে পাশে বসে যে যার ভাগ বুঝে চায়
বুঝল না মন থাকতে সময় এ সংসারে সব অচেনা
পথে নেমে পথ চেনাটা এ জনমে আর হোল না।
সোনারপুর
০৩/০২/২০২২