এক ছোবলেই বেহাল দশা, নতজানু মানুষের সব অহংকার  
মুখ লুকিয়ে চলাফেরা প্রাণের দায়ে, ঘরই যখন বাঙ্কার  
বছর গেল নানা কৌশলে, তবুও শত্রু নাছোড় বান্দা
রুজি রুটিতে টান ধরেছে বিশ্বব্যাপী, সকল ক্ষেত্রেই মন্দা।  

মড়ার উপর খাঁড়ার ঘা, দ্বিতীয় ছোবল আসছে ধেয়ে
আরো বেশী শক্তি নিয়ে, ধরলে নাকি ফেলবে খেয়ে
গবেষক থেকে ডাক্তার বাবু, চিন্তা সবার চোখে মুখে
সত্যি বলতে; এরাই থাকেন মানব প্রাণের প্রকৃত দুঃখে।

স্থায়ী না অস্থায়ী; ভাব মেলেনি, যাচ্ছে না সঠিক বলা  
মুখে মুখোশ, ছোঁয়া বাঁচিয়ে,  প্রাণ বাঁচানোই শ্রেষ্ঠ কলা !  
বলছে হিসেব,  ঝড়ের বেগে ধরছে যারে, নিচ্ছে তুলে
নাবালক সাবালক সবাই সমান, সাম্যের সংজ্ঞা যায়নি ভুলে।  

আহা সত্যি যদি এমন হত, সব কিছুতেই সাম্যের বাতাস বয়
সবার অধিকার একই রকম, সমাজ দেখতো নতুন সূর্যদয়  
দল দলিলে থাকত না বাঁধ, মুছে যেতো আমরা ওরার হুঁশ  
ছোবল থেকে শিক্ষা নিয়ে, বলত সবাই আমরা মুক্ত মানুষ ।    

সোনারপুর
১৬.০৪.২১