চোরে চোরে ঝগড়া, জনজীবন ঘেঁটে হয় কেওড়া
কার কত বল প্রমাণে তৎপর, সর্ব কাজেই বাগড়া
মোড়লের পোষ মাস, মানুষের সর্বনাশ তোলার জুলুম
যাকে পায় তারে খায়, মেটে না খিদে হালুম হালুম।
পেট যদি ভরা থাকে, বন্যপ্রান ও করে না হিংসা
বিশ্রামে শান্তিতে কাটায় সময়, করে না কারো কুৎসা
বুদ্ধির ঢেঁকি মানুষ সবতেই ধান্দা, সর্ব ক্ষেত্রেই হিস্যা
মিথ্যায় জুড়ি নেই, দিনে রাতে ব্যস্ত করতে কিসস্যা।
অন্যায়ে আপোষ স্বার্থের বিনিময়ে সর্ব স্তরেই, নেই মুক্তি
জনগন নির্বাক, বুদ্ধিজীবীর ভোঁতা বুদ্ধিতে, মেলে না সঙ্গত যুক্তি
বেশিভাগ মেনে নেয় শিরদাঁড়া বেঁকিয়ে, খুঁদ কুড়োতেই মস্তি
আম জনতা চাওয়া ভুলে দেখে যায় চোরদের ধস্তাধস্তি।
চোরেদের পাশে সাধু বেশে থাকাও নয় খুব সহজ
খিদেয় আচ্ছন্ন দৃষ্টি, সংসারে কটু কথা চলে না মগজ
শুঁড়ির সাক্ষী মাতালেই দেয় মুক থাকাটাই যেন ফরজ
কাজ চাই কাজ নেই বেঁচে থাকাটাই মস্ত গরজ।
চোরে শোনায় ধম্ম কথা আলো ঝলমলে হাজার জলসায়
মালা পরায় কত মানুষ মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায়
উড়িয়ে আবির মিষ্টি বিলায় দাঁত কেলানো জনতার দায়
দিন মাস বছর গড়ায়, স্বপ্নের রঙ ধুয়ে যায়।
সোনারপুর
৪/৩/২৪