সত্য হোক বা মিথ্যা, কুৎসা হোক বা অবিচার
যুক্তি তক্ক ফেল করলে, সময় যোগায় উপায় বাঁচার  
পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল, দুশ্চিন্তায় মানুষ জেরবার
উঠছে আঙুল একদিকে, তবুও বলছে না কেউ খবরদার।

মিত্র যখন শত্রু হয়,  একে চায়,  অন্যে নাচায়
লাভের ঘরে ধরলে টান, সম্পর্কের পটল ওঠে মাচায়
এ শহর সে শহর , অনেক হল ঘাঁটাঘাঁটি, সব বেকার
মানব প্রাণের চেয়ে ভালো, আছে নাকি ট্রায়াল আবার !    

চলছিল বেশ নরমে গরমে, হয়ত থামবে সব এইবার
মিত্র হয়েছে সরব, বলছে করোনা ছড়িয়েছে তোমার খামার  
শীঘ্রই হয়ত বুঝবে মানুষ, সেয়ানে সেয়ানে চাটাচাটি চলছে
তুরুপের তাসে বিনা দোষে, মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।  

প্রতি আক্রমনের নীতিই শ্রেষ্ঠ উপায়, হলেও তা আত্মরক্ষার
কোটি কোটি প্রাণের বিনিময়ে একথাই প্রমাণিত হবে আবার    
অর্থনীতির চাকা নতুন পথে, গবেষণা হয় মানুষ মারার
গবেষণা হয় প্রতিষেধকের, মানুষ ছাড়া অচল গবেষণাগার !

সোনারপুর
১০/০৮/২০২১