ভালো ছিল দিন গুলো; অনেক না থাকলেও ভালো ছিল সব
হাসি মজা ভরা ছিল ঠাকুমার গল্পে, ছিল না চাহিদার কলরব।
শৈশব মুধুর ছিল , সামাজিক পরিসরে বড়দের আদরে
ছিল না আপন পর সব্বাই বলত, আহা বেঁচে থাক যাদুরে
লেখা পড়া শুরু হলে, কাকা পিসি, পড়তে বসাত সময় করে
থাকলে ঠাকুমা ঠাকুরদা কাছাকাছি, পড়া কম; কাটত সময় আদরে
কৈশোরে শাসন ছিল, মনে হত বড় হব কবে, শাসন থেকে বাঁচতে
বাবা কাকাদের মত ঘুরব ফিরব, বোলবে না কেউ লেখাপড়া করতে
লেখা পড়া সবই ছিল, আদরে ছিল না কসুর, ছি্ল নানা মজার খেলা
সবাই বন্ধু ছিলো, ঝগড়া ও ছিলো, তবুও অদেখায় কাটত না বেলা ।
ভালো ছিল দিন গুলো; প্রাণে প্রাণে মিল ছিল, না থেকেও ছিল সব
ভালোবাসা ছিল স্নেহ মমতায়, ছিল না অকারণে চাহিদার কলরব।
সোনারপুর
৪/৬/২১