গোষ্ঠীতে সমাজে মানুষের অনুভবে একই ভাবনায় ভিন্ন অবস্থান  
তবুও লক্ষ্য সকলের নাকি এক সামাজিক জীবের উপকার
অভিজ্ঞতা বলে খুড়োর কলে সভ্য লুটেরাদের নিরাপদ সহবস্থান
গোষ্ঠীতে সমাজে মানুষের অনুভবে একই ভাবনায় ভিন্ন অবস্থান।
প্রতারকের শ্রেণীবিন্যাসে মুগ্ধ চিত্ত, তবুও দুঃস্বপ্নের নেই অবসান
সুসংঠিত উপকারের মুনাফায় ধস্ত জনজীবনে নামে নিকষ আঁধার
গোষ্ঠীতে সমাজে মানুষের অনুভবে একই ভাবনায় ভিন্ন অবস্থান          
তবুও লক্ষ্য সকলের নাকি এক সামাজিক জীবের উপকার।

সোনারপুর
১৬/০৩/২০২৩