মানি আর নাই মানি, জীবন পথে থাকেই সময়ের ওঠা পড়া
কেন হয়, কি ভাবে হয়, আছে কি তা কারো জানা
ভেঙে পড়ে মিনার; বিকোয় সম্মান; সংযমে যত্নে নিজ হাতে গড়া
মানি আর নাই মানি, জীবন পথে থাকেই সময়ের ওঠা পড়া।
নেই কোন সূত্র, মেপে মেপে চলা, তবুও অঘটনে চক্ষু ছানাবড়া
জীবন আকাশে মেঘের ঘনঘটা, চলায় কাটে ছন্দ গর্জন যায় শোনা
মানি আর নাই মানি, জীবন পথে থাকেই সময়ের ওঠা পড়া
কেন হয়, কি ভাবে হয়, আছে কি তা কারো জানা !
সোনারপুর
২৬/০৯/২০২১