পান্না-বরনী মনে বিষাদ কেন
এসো ভাসাই ভেলা
কূলে কূলে জ্যোৎস্না ঝরুক
উঠুক ভরে মন-বেলা
নিরুদ্দেশের বাদলা হাওয়ায়
জাগুক মনে সুরের দোলা।
বুকের তলায় লুকিয়ে রাখা
কনক আশার মালা
উঠুক ভরে সৌরভে সে
ভুলে সকল জ্বালা
অরুণ আভাস ছিনিয়ে নিয়ে
সাজুক বরণ ডালা।
সোনারপুর
২০/০৬/২১