মনে মনে অন্য ভেবো না, বন্ধু হয়েই থেকো
সময়ের সাথে মিলিয়ে হৃদয়ের মান রেখো
বন্ধু কখনো হয় না পর, দাবী তার শূন্য
হৃদয়ে হৃদয়ে এক হয়ে এসো সময়কে করি পূর্ণ
হাসিখুশি থাকি যতদিন পারি না ভেবেই কিছু অন্য
সমঝোতার গন্ডি ভেঙে গেলে সময় হবেই হবে বন্য  
স্পারস্পরিক ভালো থাকায় বন্ধু সম্পর্ক হোক ধন্য
অসময়ে যদি ভাসে মেঘ মুক্ত মনে পবনকে ডেকো।

পাশাপাশি বসে তর্ক হলেও যেন সম্পর্ক হয় না ছিন্ন
দিনের শেষে বিশ্বাস যেন থাকে মতামত হলেও ভিন্ন
বন্ধুকেই সব বলা যায় এটুকুই শুধু মনে রেখো
অন্য ভাবনা দিও না ঠাঁই, ভালো বন্ধু হয়েই থেকো।

জীবনের পথে যদি আসে আঁধার, বন্ধুকেই তবে ডেকো
বন্ধুর ডাক শুনে সময় পারে না বাঁধতে, বন্ধু মনে রেখো
সময়ের বাধা নেই হতে বন্ধু;  ভাবনা গুলো মিলে গেলে
দূরের দিগন্ত ও দেবে ধরা দিই যদি একসাথে পাখা মেলে
দক্ষ হাতের সঙ্গতে যেমন সুরের ভুবনে ওঠে ঝংকার
ভালো বন্ধু হয়ে থাকাটাই যেন হয় নীরব অহংকার
বন্ধু আমরা যুগে যুগে বাঁচি দুঃখ ও শোক ভাগ করে  
যেন হীনতা না পারে সরিয়ে দিতে এটুকু নজরে রেখো।  

সোনারপুর
০৭/১১/২০২২