সম্পর্ক গুলো এলোমেলো, অমানবিক বেড়া সমাজ জুড়ে      
বিপদ দেখেও দূরে মানুষ, পা চালিয়ে এড়িয়ে চলে
পালিয়ে বাঁচা, ভালো থাকা, মহামারির দোহাই পেড়ে  
সম্পর্ক গুলো এলোমেলো, অমানবিক বেড়া সমাজ জুড়ে    
অদ্ভুত অবস্থার শিকার মানুষ, ঘরে ঘরে মানসিক রোগ
দিন শেষেও কমে না দুর্ভোগ, কোনক্রমে দু-মুঠো জুটে গেলে
সম্পর্ক গুলো এলোমেলো, অমানবিক বেড়া সমাজ জুড়ে      
বিপদ দেখেও দূরে মানুষ, পা চালিয়ে এড়িয়ে চলে।

সোনারপুর
১১/১২/২০২১