যে যেভাবে ভোগ করে সেই শুধু জানে তার স্বরুপ
কোথাও মানসিক তো কোথাও আর্থিক বা অন্য
যার কাছে যে রূপেই আসুক সে আহত নিশ্চুপ
যে যেভাবে ভোগ করে সেই শুধু জানে তার স্বরুপ ।

কাউকে সে ছাড়ে না, কেবল সময়ে বদলায় রুপ
সভ্য সামাজিক মানুষ বা ভিন্ন রূপে হলেও বন্য
যে যেভাবে ভোগ করে সেই শুধু জানে তার স্বরুপ  
কোথাও মানসিক তো কোথাও আর্থিক বা অন্য।

সোনারপুর
৬/০১/২০২২