কষ্টের কথা ভুলে যাওয়াই ভালো, মনে রাখা নয়
দুঃখই বাড়ে কেবল, হতাশার ছায়া নামে মনে    
কেউ থাকে না পাশে, জগৎ সংসার ছলনা ময়  
কষ্টের কথা ভুলে যাওয়াই ভালো, মনে রাখা নয়
জীবন থাকে না থেমে, আশা-বীজ অঙ্কুরিত হয়
সময়ের সাথে নতুন উদ্যমে, ভাবনার সেচে গোপনে  
কষ্টের কথা ভুলে যাওয়াই ভালো, মনে রাখা নয়
দুঃখই বাড়ে কেবল, হতাশার ছায়া নামে মনে।      

সোনারপুর
১৯.০৪.২২