মন যমুনার তীরে তীরে কেগো বাজাও বাঁশি
জোছনায় আড়াল রেখে তুমি কি সেই কালো শশী
কুলে কুলে মন উচাটন পাগলপারা ঘোর দিবা নিশি
মন যমুনার তীরে তীরে কেগো বাজাও বাঁশি।
ফাগুন হাওয়া এখনো আসেনি তবুও মন দোলে ঐ সুরে
কি করি বলগো আমায় কত কাল আর থাকি দূরে
বেদনার আলিঙ্গনে প্রেম কেঁদে যায় হৃদয়ের কোণে
সাড়া দিই যদি ও বাঁশির সুরে, মন্দ বলবে জনে জনে
অসময়ের মেঘে ঢাকলে আকাশ মনকে বোঝাই কি করে
মনের যমুনায় বাজলে বাঁশি চোখে আসে জল ভরে।
মিনতি করি গো বন্ধু তোমায় বাজায়ো না ও বাঁশি
বাঁশির অনলে আমি যদি মরি তুমি কি হবে খুশী
তুমি জানো আর আমি জানি ওগো কালো শশী
মনের যমুনায় ঢেউ ওঠে পড়ে মানে না দিবা নিশি।
মন যমুনার তীরে তীরে কেগো বাজাও বাঁশি
জোছনায় আড়াল রেখে তুমি কি সেই কালো শশী।
সোনারপুর
৮/১১/২০২২