দুর্নীতি আর রাজনীতি; প্রেমিক প্রেমিকা, দারুন ম্যাচিং জুটি
একে ছাড়া অন্যে উন্মাদ, সুমধুর সহবাস সদাই পরিপাটি
ভাষণ বিলিয়ে অঢেল সুযোগ সুবিধা, উপরি পাওনা চুরি
গণতন্ত্রে এটাই নিয়ম, সংবিধান সিদ্ধ সব, বলছেন জুরি।
শাখা, উপশাখায় নদীর মত, কোথাও চড়া কোথাও ভাঙে পাড়
সুখে বা দুর্দশায় রাজনীতির প্যাঁচে সব, ঘূর্ণিতে নেই ছাড়
সাধারণ ভাসে, পাক খায় অবিরাম; জীবন অনিশ্চতায় ভরা
একের ব্যখ্যায় অন্যে ভুল ধরে, আসলেই কেবল বিভ্রান্ত করা।
ভাগে আর লুটে সব্বাই দক্ষ, সেয়ানে সেয়ানে নকল যুদ্ধ
জনগণ তালি দেয়, আলাদীন ভেবে আশায় আশায় থাকে মুগ্ধ
চোরের পিঠে ট্রাম্প করে ডাকাত, পাঁচ বছরের স্বপ্নের ঘর
সহযোগী সব একই ভাবনায়, কেউ নয় কারো চিরদিনের পর।
জনগন বোঝে না ! নাকি কিছু করার থাকে না, বোঝা দায়
জনগণই সব; সংবিধান বলছে, বোঝে কজন মাখে না খায়
ভুল ব্যখ্যা, অনুভবের জটিলতা, হচ্ছে হবে সময় কেটে যায়
রাজনীতি হয়; লেবু কচলায়, মতে; পথে; জনগণ নিরুপায়।
সোনারপুর
৫/০২/২১