আহা ঐ বলাকারা উড়ে যায়, বাতাসকে আপন করে
সুর্যের রঙে রঙ বদলায় প্রাণ মন ভরে দেয় সুরে
সবুজ বনানি ছুঁয়ে রিম ঝিম হাসিতে দিগন্ত পারে
আহা ঐ বলাকারা উড়ে যায়, বাতাসকে আপন করে।
ঝিমিয়ে পড়া সব স্বপ্ন গুলো নতুন আশায় জাগে
দলবেঁধে ছুটে যেতে যায় তুলতুলে বলাকার আগে
মুক্তো ছড়ানো সবুজ ঘাসে বাদামী পাতার চিনারে
মন শুনছে আয় আয় ডাক নিষেধ ভাঙার ঘোরে।
শান্ত নীলের বুকে আলোর দোলনায় দোল খায় মন
নিঝুম পাহাড়ে ঝুরঝুরে তুষারে রঙের আল্পনা এখন
মনের পাখীটা দিগন্ত পেরিয়ে রঙ মাখে ইচ্ছে ডানায়
গোলোক ধাঁধায় হার না মানার শান্ত নীরব অঙ্গীকারে।
সোনারপুর
১৩/১২/২০২১