সময় চলমান, কখনো সোজা, কখনো উল্টো হলেও গন্তব্য বাঁধা
হয় আমি নাহলে তুমি, প্রয়োজনে চলে যায়, হলেও টিপছাপ
দুয়ারে কে যে কখন আপন; সময়ের আগে বোঝা মস্ত ধাঁধা
সময় চলমান, কখনো সোজা, কখনো উল্টো গন্তব্য বাঁধা।
সময়ে সবাই বাড়ে দলে বলে, ধরণ ভিন্ন হলেও মেলে সাজা
কারো হুমকি, কারো ভোঁ ভোঁ, দুজনেই চায় যেন একটা অটোগ্রাফ
সময় চলমান, কখনো সোজা, কখনো উল্টো হলেও গন্তব্য বাঁধা
হয় আমি নাহলে তুমি, প্রয়োজনে চলে যায় হলেও টিপছাপ।
সোনারপুর
২২/০৯/২০২৩
সুত্রঃ নেতা আর ডেঙ্গুর মশা।