মুক্ত চিন্তার দিগন্তে ভুলেও রেখ না পারদ বিষ
অশান্ত চিত্তে অস্থির সময় মারবে চাবুক অহর্নিশ
ভালবেসে যাও, চেওনা ফুলে ফলে বাহারি আলো
অনন্ত গভীরতায় হারাবে সব যেটুকু যা আছে ভালো।

আবেগের বশে ডুব সাঁতারে গেঁথে গেলে মগ্ন চরায়
সূর্যের দীপ্তি অধরাই থাকবে অনন্ত আঁধারের বিষণ্ণতায়  
ভুল শোধরাতে ভুলের পাহাড় মাথা তোলে জীবন পথে
ঘুর্নির স্রোত টেনে নিয়ে যায় প্রতিদিন অশান্ত দ্বৈরথে।

আবেগের ধুলো পথেই থাকা ভালো, জীবন পাত্রে নয়
বিবর্ণ হবে সব ছবি, পদে পদে পথের রুক্ষতায়
বিপন্ন মনের তীরে ফিরবে না জোয়ার উছলিয়া পানি
কেন খোঁজ রুক্ষ বালুকায় ভালোবাসার শেষ চিহ্ন খানি।

সোনারপুর
২৯/০৩/২১