না পড়লে সময়ের ফাঁদে, আয়েশে কি মূল্য বোঝা যায়
জীবন নদীর জোয়ার জলে, আয়েশেই যদি সব মেলে
অরুপ রতন ভালোবাসার ঘর, যতন বিনে কীটে খায়
না পড়লে সময়ের ফাঁদে, আয়েশে কি মূল্য বোঝা যায়
সন্ধ্যা নামে দিনের শেষে, গড়িয়ে সময় পলে পলে
হারিয়ে দীপ্তি অনুভবের, শিখা তার শুধুই থাকে জ্বলে
না পড়লে সময়ের ফাঁদে, আয়েশে কি মূল্য বোঝা যায়
জীবন নদীর জোয়ার জলে, আয়েশেই যদি সব মেলে।
সোনারপুর
২৫/০৮/২০২১