কথা ছিল বিশ্বাসের একটা হাত পেলে
কখনো সে হাত ছাড়বো না
কথা ছিল দুবেলা পেটভরে খেতে দেবে
বিনিময়ে কখনো ভিক্ষা চাইবো না
কথা ছিল ছায়া দেবে, কাজ দেবে, সম্মান দেবে
জীবনে কখনো দুঃস্বপ্ন দেখবো না
কথা ছিল ঊসর ভূমিতে সবুজ স্বপ্ন গড়ে দেবে
কখনো তোমাকে ছেড়ে যাবো না।
কথা ছিল চলতে চলতে যদি কখনো পিছিয়ে পড়ি
অপেক্ষা করবে ছেড়ে যাবে না
কথা ছিল দাপুটে ঝঞ্ঝায় আগলে রাখবে দুহাতে
বিক্ষুব্ধ স্রোতে ভাসিয়ে দেবে না
কথা ছিল জীবনের বালুকা বেলায় নিঃসঙ্গ হলে
থাকবে ছায়া হয়ে সরে যাবে না
কথা ছিল নতুন সূর্যের কনক প্রভায় ভিজবো যুগলে
কাউকে কেউ ছেড়ে যাবো না
কথা ছিল অশনির সংকেত রুখব হাতে হাত ধরে
দৃঢ় প্রত্যয়ে, মাথা নোয়াব না
কথা ছিল বিশ্বাসের একটা হাত পেলে
কখনো সে হাত ছাড়বো না।
সোনারপুর
১৫.০৪.২০২২