মায়ের চেয়ে মাসির কদর বেশি
ঠাটবাটে খানাপিনায় খুশি
আপন পোলা কয় না মাসি
নেটিভ কয় হাসি
কালা পোলা তাতেই ভীষণ খুশি।

আটা গুড়ে নমস্তে শুকনো ফল  
তাতেই আহ্লাদের ঢল
শীতের নলেন বিরস মুখে বসি
একলা কাটায় নিশি
ভাবে রাত পোহালে যাবা কই
ওহে কালা শশী।

সোনারপুর
৩১/১২/২০২২