হালুম মাসির গপ্প শুনে অজাতশ্ত্রু হাসছে ঠোঁট চেপে
হালুম হুলুম সত্যি কথায় মশা মাছিও যাচ্ছে ক্ষেপে
আশঙ্কার পোকা ধরেছে ঘিরে অশ্বমেধের ঘোড়াটা
কড় মড়িয়ে দাঁতের লড়াই, ভুলে আগে পরের ফারাকটা।
মাঝে মাঝে ককিয়ে ওঠে, ছাল ছাড়ানো ছুঁচো গুলো
রকম দেখে মুখ ঘুরিয়ে, ভাবে বাঘের বাচ্ছা হুলো
হচ্ছেটা কী ? কাঁদছে কে ! পাট্টা পাওয়া এই লাটে
কি কলে ফেললিরে ফেউ, বুদ্ধি সুদ্ধি যাচ্ছে ঘেঁটে ।
তাল ঠোকা সব হাঁড়ি গুলোর, আওয়াজ কেন খ্যানখেনে
ঢিলের দোষ না হাঁড়ির দোষ, মেলাতে হবে ঠিকুজি গুনে
সাঁই সাঁই সাঁই উড়ছে ঢিল, ফিরছে কেন বদলে গতি
তাল শুনেছি তালকানা, তাই বোলে ঢিলের এমন দুর্মতি !
কোনটা আগে কোনটা পরে, কে বলবে কতটা গোলেমেলে
খোঁজ পায় না গোন্দা-সুর হাজার কোটির জাল ফেলে
কান্না শুনে হালুম মাসির, যুদ্ধে নামে বদ্যির দল সব ফেলে
খুঁজে পায় না ব্যামো কোথায় ? বাগিয়ে ধরা থেটোর নলে।
মাসির নানী ভীষণ রেগে, বলল হেঁকে, দেখনা এবার মাথাটা
তোরাও বুঝি সিন্ডিকেটের শংসাধারী ? তাই খোলেনি বুদ্ধিটা
ভিক্ষে দেবে কে ? পাবি কোথায় বিনি পয়সায় হরেক মাল
বাংলা কথাও বুঝিস নে তোরা ! বুঝিস কেবল গালাগাল !!
সোনারপুর
৩১/০৩/২১