জানে কি মন, কত স্বপ্নের অকাল মৃত্যু হয়  
কত স্বপ্ন শুধু স্বপ্নেই আসে, বাস্তবে সে নয়
জীবন যুদ্ধে কেউ জেতে, কেউ হেরে যায়
কেহ দাগ রেখে যায় সময়ের ছেঁড়া কলিজায়।  

বৈভব ক্ষনিকের অতিথি জীবন পাশার দানে
বড় চঞ্চলা সে হিরণ্য হরিণী বাঁকা নয়নে    
নোনা জলে ভেজা মাটি তবুও পেতে চায়
সোনালি স্বপ্নের স্বাদ নির্বাক ভীরু অপেক্ষায়।

দহন দানে অগণিত প্রহর যেন ফুরাবার নয়
সশব্দে ভাঙে খেলাঘর ছিনিয়ে নিতে চায় জয়
নিঃশব্দে হাসে সময় হয়ত বলে এ তোমার নয়
ভুলে যাও স্মৃতি কেন কর আপনারে ক্ষয়।

সোনারপুর
১১/১০/২০২২