উপযুক্ত মিলনে সে অমিত শক্তিধর  
পরমাণু শক্তির থেকে ও ভয়ংকর
অথবা শান্ত স্নিগ্ধতায় ভরে অন্তর  
একক বা সমষ্টিতে দুভাবেই নিরন্তর।  

ক্ষেত্র অনুযায়ী হলে সঠিক ব্যবহার
সাজানো স্বপ্ন নিমেষে ভেঙে ছারখার
অথবা ভাঙা পৃথিবীও পারে জুড়তে
প্রয়োজন শুধু মনন তাকে বুঝতে।

সোনারপুর
১০/১০/২০২২