একলা ভাসাই মনের ভেলা
হারিয়ে যাওয়ার বেলায়
সময় গুলো আসে ফিরে
স্মৃতির ঢেউয়ের দোলায়
চেনা অচেনা সকল পথ
মেশে একই রেখায়।
যোগ বিয়োগের কাব্য শেষে
খুঁজে আপন নিলয়
জমাট বাঁধা মানের বরফ
আপনি গলে যায়
সময় নিজেই হিসেব কষে
শূন্য দিয়ে মেলায়।
সোনারপুর
০১/০৯/২০২১