এই সমাজের সবখানে ফেরিওয়ালা বেচে কেনে
পাপ পুণ্য লজ্জা শরম কিছুই নেই বাদ
কিনতে গেলে সবই পাবে পাবে না মানবতার স্বাদ
বলে হারিয়ে যাবে আকাশটা থাকলে মাথায় ছাদ।
অগুনতি ফেরিওয়ালা ঘোরে লাভের অঙ্ক এরা সবাই জানে
অন্ধ বধির বদ্ধ পাগল সব্বাই তা মানে
কোনটা ভালো কোনটা মন্দ আসে না কারো মনে
সব বিকায় কথার তোড়ে হয় না প্রতিবাদ।
মন কিনতে হাতে গরম কথা এ সমাজের নেই মাথা ব্যথা
কিছু পাগল প্রতিদিনিই ভাবে বসে বাঁশের ঝাড়ে
হিজিবিজি আঁচড় কাটে অকাজে তকমায় জুটলেও জেলের ভাত
অন্ধ বধির চশমা ওয়ালা সব্বাই তা জানে।
সোনারপুর
৩১/০১/২০২৩