আজ সারাদিন আশায় ছিলাম বৃষ্টি আসবে বলে
শুনলাম ধূসর মাটির আকুতি মেঘেদের কাছে    
তবুও এলো না বৃষ্টি ভেসে বাতাসের পালে।

কারা যেন ডেকে নিলো ভেসে থাকা মেঘ-মল্লার
ভেবে ভেবে কেটে গেলো দিনটা আমার
বিষাদ রাত্রি ছবি আঁকে আলোতে দূরের তারার
ঝরা পাতার মর্মরে শুনে ঝলসানো সবুজের হাহাকার।    

শুনলাম পাখিদের সংকেত সমুদ্র এগিয়ে আসছে বলে    
ঋণের উসুল সবুজ ধংসের বেহিসাবি ভুলে  
আসছে ধেয়ে ঘূর্ণি শমন ক্ষুব্ধ বাতাসের পালে
শুনবে না সাফাই কারো হাসছে মৃত্যু চোখের জলে।        

সোনারপুর
২৬/০৫/২০২৩