একই মনের দুই মেরুতে বিরোধ চলে নিরন্তর
মানা আর মানানো, কোনটা দেয় অঢেল সুখ
নড়ন চড়ন মুশকিল আসান সবই প্রায় অবান্তর
একই মনের দুই মেরুতে বিরোধ চলে নিরন্তর      
জেদ অহঙের জোটের গুঁতোয় মেঘে ঢাকা মুখ  
কাটা ছেঁড়ায় চঞ্চল মন, বাসা বাঁধে গভীর অসুখ
একই মনের দুই মেরুতে বিরোধ চলে নিরন্তর
মানা আর মানানো, কোনটা দেয় অঢেল সুখ।

সোনারপুর
১০/০৯/২০২১