লোভ দেখাবার নানা পথ, কৌশলে সব কথায় ললিপপ
হুমড়ি খেয়ে পড়ছি সবাই,  নিচ্ছি গিলে গপা-গপ
আগে পিছে না ভেবে, ফাঁসছি সবাই কথার ছলে
এমন কাউকে মেলা ভার যে ঠকেনি একবার হলে
লোক ঠকানোর ছলা কলা, বিদ্যেটা শুনি খুব বড়
খরচ যেমন রোজাগার তেমন বুদ্ধিটা চাই একটু দড়
আটের জিনিষ আটশোতে বিকোয় দেখি ফটা ফট
ছেঁড়া কাপড়েও সুন্দরী মডেল যদি হাঁটে গটা-গট।
  
বিচার হয় না পণ্যের গুন মানের, প্রয়োজন বা অপ্রয়োজনে
আইন কঠোর নয়, লোক ঠকালে জরিমানা হয় না গুনে গুনে  
মোড়কে চমক, ক্ষুদে লেখায় আরো চমক, দায় সব ক্রেতার  
দায়সারা সরকারী প্রচারে ক্রেতা সাবধান হও, চলে দেদার
অনলাইনে সস্তা পণ্য, সঙ্গে ফ্রী! সব শেয়ালের এক ডাক
ঠকছে ক্রেতা নিরন্তর, সব খরচ ক্রেতার ঘাড়ে নেই রাখঢাক  
মানুষ কেমন বদলে যাচ্ছে,  নজরে শুধুই চাকচিক্য বিজ্ঞাপন
সুযোগে, জাতিক কিমবা বহুজাতিক জমিয়ে চালায় বিপণন।    

সোনারপুর
৯/০৯/২০২১