নিউটনের থার্ড লয়ের কথা মোটামুটি কমবেশি অনেকেই জানি
উন্নত সভ্যতার উন্নতির অভিশাপের কথা জেনে ও কি মানি ?
ব্যস্ত জীবনের ফাঁকে কতটুকুই বা সময় মেলে খবর রাখার
সত্যি মেলে কি সময় বিভিন্ন জার্নালে প্রকাশিত তথ্য পড়ার।
উন্নত সভ্যতায় মানুষ ক্রমশই হারিয়ে ফেলছে সহনশীল ক্ষমতা
প্রতিদিনের যাপনে অসন্তোষ, কর্মক্ষেত্রের চাপে তীব্র অস্থিরতা
সম্পদের শিখর ছোঁয়ার আশায় অন্যায় জেনেও সে পথেই ছোটা
পারিবারিক জীবন ও প্রজন্মের আকাল, দেশের কাছেও কাঁটা।
পৃথিবীর অনেক দেশেই নতুন প্রজন্মের আকাল, জন্মহার কমছে
স্ত্রী পুরুষ নির্বিশেষে শারীরিক রসায়নের পরিবর্তন নজরে আসছে
জন্ম নিয়ন্ত্রতনে কঠোর শৃঙ্খলার বিরুপ ক্রিয়ায় থার্ড ল হাসছে
সমস্যা এতটাই যে অর্থের বিনিময়ে তরুন শুক্রের ভান্ডার গড়ছে।
আধুনিক প্রজন্ম চায় বন্ধনহীন জীবন, কৈফিয়ত কারো কাছেই নয়
পাছে সে পিছিয়ে পড়ে ভোগের অবাধ দুনিয়ায়, তাড়িয়ে বেড়ায় ভয়
প্রশ্ন আসে এ ভাবে কি মিলবে সমাধান ? নাকি মানব সত্তার ক্ষয়
নিশ্চিহ্ন হয়ে যাবে নাতো উন্নয়নের নৃত্য, এক গভীর ভাবনার বিষয়।
সোনারপুর
৩০/০৯/২০২৩