বয়সের সঙ্গে কাটুক ঘোর, সত্য সুন্দর অভিজ্ঞতার ধারে      
মূল্যবোধে জাগুক জীবন, সরিয়ে রেখে হরেক রকম বাণী  
সবার আগে মানুষ সত্য,  আলাদা নয় থাকি এক ঘরে    
বয়সের সঙ্গে কাটুক ঘোর, সত্য সুন্দর অভিজ্ঞতার ধারে        
এক কাঁথাতেই কাটে রাত, করি কেবল মিথ্যে টানাটানি        
মতান্তরেও  লক্ষ্য এক, তৃষ্ণা মেটাতে চাই জল, পানি  
বয়সের সঙ্গে কাটুক ঘোর, সত্য সুন্দর অভিজ্ঞতার ধারে        
মূল্যবোধে জাগুক জীবন, সরিয়ে রেখে হরেক রকম বাণী।    

সোনারপুর
২২/০৯/২০২১