সাফল্য কখনো আসেনা একক চেষ্টায়, থাকে সম্মিলিত চেষ্টার দান  
কেউ শুরু করে, কেউ টেনে নিয়ে যায়, সাফল্য আসে সবশেষে  
সামাজিক, বৈজ্ঞানিক, নান্দনিক বা ব্যাক্তিক, সবেতেই এক মান
সাফল্য কখনো আসেনা একক চেষ্টায়, থাকে সম্মিলিত চেষ্টার দান  
জল মাটি বায়ুর মিলিত শক্তিতেই প্রাণ আছে দেহে ভালোবেসে
যদি নড়চড় হয় কারো অবস্থান, অচিরেই ঘনাবে আঁধার অবশেষে
সাফল্য কখনো আসেনা একক চেষ্টায়, থাকে সম্মিলিত চেষ্টার দান
কেউ শুরু করে, কেউ টেনে নিয়ে যায়, সাফল্য আসে সবশেষে ।

সোনারপুর
২০/০৯/২০২১