শুনতে পেলে ঘোড়ার হাসি
ভুতের মাসি বাজায় বাঁশি
দৌড়ে ছুটে সবাই আসি
দেখবো বলে শূন্যে ফাঁসি।
উঁচিয়ে আঙুল শাসায় কারে
ওঝা বোঝে ভুতের বরে
খানদান ঐ বাঁশের ঝাড়ে
ঝড়ে যদি একটা পড়ে।
ঝড় উঠেছে শেওড়া বনে
আঁচল পেতে কাদের কনে
মুখ লুকাতে ঘোমটা টেনে
ভুতনগর কি সঠিক চেনে ?
মেছো ভূত ডোবার পাড়ে
ডাঙায় বসে দেখছে আড়ে
কার মাথাতে কাঁঠাল পড়ে
কার কপালে শিকে ছেঁড়ে ?
মামদো সচিব কইছে কানে
বেহ্মদত্যিটা গুরু সব জানে
বেগতিক বুঝেই বাঁচতে চায়
ভুতের মায়ের কীর্তন গায়।
সোনারপুর
১৬/১২/২০২২