তুমি যাওয়ার পর-
তর তর করে কেটে গেছে
আলো আঁধারী আড়াই হাজার রাত।
পৃথিবী কক্ষ পথে ঘুরেছে সাতটি বার।
প্রতিবার গ্রীষ্মের কঠিন সময়
পার করে বর্ষার অঝোর ধারা
নেমেছিল বাংলার বুকে।
শরতে আকাশ জুড়ে মেঘের ভেলা
করেছে খেলা।
হেমেন্তে সোনার ফসল
কৃষকের ঘামের দাম চুকিয়েছে।
অভিমানী শীতের সকাল
হারিয়ে সবুজ পাতা কান্না করেছে।
আর
বসন্ত এসেছে নিয়ে ফুলের সম্ভার।

তুমি যাওয়ার পর-
কত ঝড় বয়ে গেলো।
কত চেনা মুখ অচেনা হলো।
কত প্রিয়জন বিদায় নিলো।
কত কিছু হয়ে গেছে এলোমেলো।
তোমার রেখে যাওয়া বিশ্ব;
আজ বিপন্ন, নিঃস্ব।
ভেঙ্গে যাচ্ছে সম্পর্কের সাঁকো।
বদলে যাচ্ছে মানবতার হিসাব-নিকাশ।
এখন এখানে দীপ্তা স্থবির জীবন,
ছন্দহীন মন।

তুমি যাওয়ার পর-
থেমে থাকা সময়ের স্রোত
ঠিকই এগিয়ে গেছে মোহনার দিকে।
ব্যর্থতার কথা লিখে বিনিদ্র রাত
ভোরের আলোর মাঝে লুকিয়েছে।
সাতটি বছর দীপ্তা বহু মূল্যবান
মানব জীবনে।
এই ভুবনে বেজে চলা বিরহের সুর,
অত আলোকবর্ষ দূর
পৌঁছবে না আর।
তুমি যাচ্ছো আলোর গতিতে।
তোমাকে ছুঁতে পারে সে সাধ্য কার?
আমার জীবন ঘুড়ি
সুতো ছিঁড়ে উড়ে যায় শূণ্যের উপর,
তুমি যাওয়ার পর।

১ অগাস্ট ২০২০ খ্রি.
রাত ১২.০১ মিঃ