আত্ততা,
স্বপ্ন পূরণের প্রত্যাশায় সূর্যোদয়ের আগে
বল্লমের অগ্রভাগে লন্ঠন বেঁধে
চিতার ক্ষিপ্রতায় ছুটেছিলাম জীবনের খুঁজে
ধূসর মরুভূমির মধ্য দিয়ে।
দ্রুত চলতে গিয়ে বহুবার বিধ্বস্ত ভূমিতে
ভূলন্ঠিত হয়ে-
অনেক সময়, হলো অপচয়।
সামনে তাকিয়ে দেখি সূর্যোদয় নয়,
আমি দাঁড়িয়ে আছি সূর্যাস্তের চূড়ান্ত রেখায়।
বোধহয়, কখনো হবে না ফেরা  
মরুদ্যানের স্বচ্চ সরোবর আর সবুজ ছায়ায়।
তাই, রেখে যেতে চাই-
সিল গালা করা খাকি থলের ভেতর,
অন্তর থেকে লেখা কিছু কথা,
সোনালী সুতোয় বাঁধা একটি চিঠি;
আত্ততা,
এইগুলো ভেবো না অযথা।