তোমার কাছে তো আমি যাইনি।
তুমিই এসেছিলে আমার কাছে।
তুমিই আমার কাছে নিয়েছ চেয়ে
সযত্নে রক্ষিত সোনালী সকাল।
বিনিময়ে দিয়েছিলে পড়ন্ত বিকেল!
ঝরে গেছে তাই ফুল হয়ে আশাহত,
ব্যর্থতা, লজ্জায় মাথা করে নত।
আদমের দেখা আমি পাইনি,
গন্ধবে হাত তো বাড়াইনি,
তবুও হয়েছিলাম স্বর্গচ্যুত।
অনাহুত এই আমি পথে পথে ঘুরে
যখন রেখেছি পা দিগন্তরেখায়,
নিজের ছায়ার সাথে লুকোচুরি খেলে
অবহেলে ছুঁড়ে ফেলি নাকের নোলক,
যখন ভেবেছি আমি-
চলে যাবো কোন এক দূরের তারায়;
তখনই কোথা থেকে কি যে হয়ে গেল,
আমার সামনে এক আদম দাঁড়াল।
নির্জনে নির্বাসিত যাযাবর মন-
হঠাৎই খুঁজে পেল পথিক স্বজন,
সে আমাকে এনে দিলো ভোরের স্বপন।
চলে যেতে যেতে আমি ফিরেছি যখন
তাঁকে নিয়ে তোমাদের গাঁয়েতে যাব,
পাহাড়ের পাদদেশে বসতি নেব,
ঝরে যাওয়া শ্বেত শুভ্র শিউলী কুড়াব,
ভোরের সূর্য থেকে নিয়ে কিছু আলো
পুরোটা গাঁয়ে আমি ছড়িয়ে দেব।
চাও যদি নিতে পারো তুমি কিছু তার,
এ আলো সকলের, ভেবোনা আমার।
(সংশোধিত)