চারিদিকে তপ্ত দহন-
প্রাণ ভোমরার রুপোর কৌটায়
আঁচ লেগেছে, পুড়ে গেছে মন।
নিরবধি ছুটে চলা নদী
বালিয়াড়ি জমে ভরে গেছে,
সাগরের দিকে না গিয়ে
দিক হারিয়েছে।
যত্নে গড়া সবুজের ক্ষেত, ফুলের বাগান,
সারি সারি বৃক্ষরাজী,
সুনামীর ধাক্কায় মাটির সাথে মিশে গেছে।
যেই স্বপ্ন নিয়ে
নীল নেমে এলো দিগন্তের ধারে,
হাত বাড়ালে যাকে ছোঁয়া যেত,
সাঁঝের আঁধারে-
তাকেও হারালে।
প্রাণ ভোমরা বাঁচিয়ে রাখার-
দায়িত্ব ছিল কার?
তোমার।
ক'ফোঁটা তৃষ্ণার জল
এতই কি দুষ্প্রাপ্য ছিল?
কি ছিল না রত্নদ্বীপে?
তুমি শুধু নুড়িই কুড়ালে?
জল আনতে ভুলে গেলে?