অনেকটা পথ দিয়েছি পাড়ি
আর কতটা বাকী?
কতটুকু তা কাজের ছিল,
কতটুকু ছিল ফাঁকি?
হিসেব কষার নেই যে সময়
হিসেব কষতে গেলে,
এখনো যেটুকু রয়েছে হাতে
চলে যাবে অবহেলে।
ছিঁড়েছে যখন ঘরের বাঁধন,
মনের বাঁধন কেন?
ঈশ্বর নয়, মানুষের কাছে
পৌঁছতে পারি যেন।
ঘনিয়ে এলো বিদায়ের বেলা
নির্ঘুম রাত তাই,
না বলা হাজার কথার মালা
বলেই যেতে চাই।