তারা যদি হয় মানুষ মরে
মানুষই হয় তারারা ঝরে
চারপাশেতে-  
কেন এত কালো?
নিজেকে নিয়ে যদি ব্যস্ত
যাদের উপর ন্যায় ন্যস্ত
কিভাবে পাবে-
এই পৃথিবী আলো?