যে তোকে জন্ম দিলো
পৃথিবীর আলো দেখালো
তাকে তুই করলি অপমান?
তোর এই অপরাধ যে
আকাশ সমান।
আমি  নিশ্চিত-
তোর শরীরে হানাদারের
রক্ত আছে,
নইলে পিচাশের
যারা রক্ত খেয়ে বাঁচে।
তবে জেনে রাখ,
এ দেশে হয়নি যেমন
হানাদারের ঠাঁই,
তোরও
নিস্তার নাই।