(এক)
অল্প কথায় যায় না যদি বুঝা
হাজার কথায় বুঝানো কী সোজা?
কাউকে তোমার বুঝতে হলে
পড়তে হবে মন,
তারই চোখে তোমার ছবি
দেখো অনুক্ষণ।
(দুই)
কবির কবিতা কবির থাকে না
তোমাদের হাতে যখন যায়,
যাই লিখে কবি, তোমরা যা বুঝ
সে ভাবেই তা রূপ পাল্টায়।
কবির কথা তোমার ভেবেই পড়
সযতনে হৃদয়ে ধারণ কর,
মিলে যায় যদি কিছু অনুভূতি
প্রভাব ফেলে জীবনটায়