কল্পনা,
আমার এক প্রিয় বন্ধু
দূর থেকে তোমাকে দেখেছে,
অনুযোগ করেছে-
অযত্নে রেখেছি তোমাকে ।
সুরেলা কণ্ঠ আর এত অপরূপা
ইচ্ছে করলে এখুনি
সেলিব্রেটি হয়ে যেতে পারো।
তুমি নাকি বড়ই সেকেলে
আমার ঘরে, পরে সে বলেছে- আধুনিকা করতে,
পুরোনো গয়নাগুলো ফেলে দিতে।
প্যারিসের ফ্যাশন থেকে পশ্চিমা পোষাক,
আর যা বিখ্যাত আনিয়ে নিতে।
আধুনিক প্রজন্মের মনোরঞ্জনে
মিডিয়ার দৃষ্টি আকর্ষণে
এ ছাড়া গত্যন্তর নেই।
তাই, ভাবতে ভাবতেই
গেছে সারা দিন-
আমি তো জানিই না ললনারা
না, না ঠিক হলো না,
আধুনিক তন্বী তরুণী
কি দিয়ে সাজে?
তাছাড়া সামর্থ্য বলে তো কথা আছে।
দীনদরিদ্র আমি, আমার যা কিছু
তা দিয়ে সাজিয়ে দেখি তোমাকে,
আর প্রতীক্ষায় থাকি
পুরোনো ফ্যাশন-
যদি ফিরে আসে!
সেই আশে।