ভালোবাসার সাথে বেঈমানি করো না,
মনে দানব পুষে কারো হাত ধরো না।
যদি এমন করো-
ভালোবাসা অভিশাপ দেবে-
তোমাকে হৃদয় মাঠি ছুবে না,
কখনো প্রেমের পরশ পাবে না।
তুমি ফেরাউনের মতো থাকবে-
যেন জিন্দা লাশ,
সকল কিছু হাতের কাছে পেয়েও
হবে সর্বনাশ।
প্রগতিশীল প্রজন্ম-
ঘৃণা জানাবে কবিতা লিখে,
মনে ব্যঙ্গাত্বক ছবি এঁকে।
কাক যদি তার প্রিয়ার মাথায় বিনুনি কাটে,
ঠোঁটে ঠোঁট রেখে কপোত যদি কপোতীকে খাওয়াতে পারে,
ডাহুক যদি তার হারানো ডাহুকীর জন্য
সারা রাত কান্না করে ঝিলের ধারে,
তবে শ্রেষ্ট জীব হয়ে-
ভালোবাসার মূল্য কেন দেবে না?
মনে রেখো-
ভালোবাসায় বুনা বাসা, ভাঙ্গো যদি মন
ছাড়বে না কখখনো অনন্ত দহন।।
(কবিতাটি নতুনভাবে লেখা হল।)