কক্ষপথের নিঃশব্দতায়
মধ্যযামে-
এখনো দু’চোখ বেয়ে জল নামে
তোমাদের বিরহ ব্যথায়।
রুদ্ধ কপাট খুলে
বার বার ফিরে যেতে চায়
অতীত অলিন্দে,
ফেলে আসা
ভালোবাসা কুড়ায়।
তোমাদের সবুজ সুনামী,
স্বপ্নীল আগামী,
আলোড়ন তোলে
সব কিছু ভুলে।
মৃত্যুর পরেও মৃত্যুঞ্জয়
কখনো কী হয়?
হয় তো বা হয়!