এত মৃত্যু দেখি তবু
হয় না তো কোন বোধোদয়
কারো মনে।
চিরন্তন সত্য কভু
এতটুকু হয় না উদয়
সঙ্গোপনে।
ঘুমের রাজ্যে আছি বেশ
ভাবি না তো-
জীবনের শেষ,
এ বসতি চিরদিন নয়।
এত মৃত্যু দেখি তবু
চিরন্তন সত্য কভু
এতটুকু হয় না উদয়।।