এমন কোন শব্দ পাই না
মনের ব্যথা প্রকাশ করার জন্য।
আগ্নেয়গিরির তপ্ত লাভা, মরুর দহন,
কোবরার ছোবল, পথ কণ্টকাকীর্ণ?
এমন কোন উপমা পাই না-
কেমন আছি বুঝাতে পারি না,
করা যেতে পারে তুলনা।
মৃত্যুর মত শীতলতা, নিঃসঙ্গতা,
মহাশূন্যের গ্রহ-উপগ্রহ, সূর্য-তারা;
পাহাড়ের কান্না ঝর্ণার ধারা,
সাগর-নদী, অরণ্য?
কোনটাই যথার্থ হয় না
ব্যথা প্রকাশের জন্য,
ভাষা কী এতই দৈন্য?